
প্রকাশিত: Sun, Dec 4, 2022 2:37 PM আপডেট: Thu, May 15, 2025 5:04 AM
মাদারীপুরের রাজৈরে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে
আকাশ আহম্মেদ: উপজেলায় ডায়রিয়ার প্রকোপ বেড়েছে। বিশেষ করে শিশুরা এ রোগে আক্রান্ত হচ্ছে সবচেয়ে বেশি। রোগীর সংখ্যা বৃদ্ধি পাওয়ায় হাসপাতালের বেডে সংকুলন হচ্ছে না। ফলে মেঝেতে আশ্রয় নিয়েছে তারা।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ঘুরে দেখা যায়, পুরুষ ওয়ার্ডের তুলনায় মহিলা ওয়ার্ডে রোগীর সংখ্যা বেশি। বিশেষ করে শিশুরা এই রোগে বেশি আক্রান্ত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে। যেসব রোগী ভর্তি হচ্ছে তাদের অধিকাংশেরই লক্ষণ দেখা দিয়েছে বমি এবং পাতলা পায়খানা। রোগীর চাপ বেশি থাকায় হাসপাতালের বেডে সংকুলন হচ্ছে না। ফলে রোগীরা মেঝেতে অবস্থান করছে। নার্সরা তাদেরকে যথাসাধ্য সেবা দিচ্ছে। তারা জানিয়েছে গত ২৪ ঘন্টায় আমাদের এখানে ৪০ জন রোগী ভর্তি হয়েছে এবং ১৭ জন চিকিৎসা নিয়ে বাড়ি ফিরেছে। এখনো অর্ধ স্বাভাবিক রোগী আমাদের হাসপাতালে চিকিৎসা সেবা নিচ্ছে।
আমগ্রাম ব্রিজ এলাকার বাসিন্দা সবুজ ইসলাম জানান, হঠাৎ করে তার ছেলে ও মেয়ের বমি ও পাতলা পায়খানা শুরু হওয়ায় রাজৈর হাসপাতালে ভর্তি করেছি। হাসপাতালে বেড না পাওয়ায় মেঝেতে অবস্থান করছি। তবে এখানে চিকিৎসা সেবার মান অনেক ভালো।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. প্রদীপ চন্দ্র মন্ডল জানান, বছরের এই সময়টাতে ডায়রিয়ার প্রকোপ একটু বৃদ্ধি পায়। এটা শুধু আমাদের এখানেই নয় সারাদেশে একই অবস্থা। শিশুদের ওপর এই রোগটা বেশি প্রভাব বিস্তার করে। এখানে যে সমস্ত রোগী ভর্তি রয়েছে তাদেরকে যথাসাধ্য চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।